আইপিএল স্থগিত হওয়া ভারতের জন্য ‘শাপেবর’ হয়েছে!
করোনাভাইরাসের কারণে মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছে ভারতের ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টটির বাকি খেলা শেষ করতে না পারলে ক্ষতির পরিমাণ ২ হাজার কোটির বেশি হতে পারে। তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর মনে করছেন একদিক থেকে আইপিএল মাঝপথে থেমে যাওয়া ভারতের জন্য বেশ ভালো হয়েছে।
করোনা হানা না দিলে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত চলত আইপিএল। এরপর ইংল্যান্ডে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য খুব কম সময় পেতেন বিরাট কোহলিরা। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের তুলনায় প্রস্তুতিতে অনেকটা পিছিয়েও থাকতেন তারা।
কিন্তু আইপিএল আগেভাগে স্থগিত হয়ে যাওয়ায় ভারতের এখন পুরো মনোযোগ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে। কিউই ব্যাটসম্যান টেইলর এতেই দেখছেন ভারতের সুবিধা, ‘করোনার কারণে আইপিএল মাঝপথে স্থগিত হওয়াতে ভারতের জন্য লাভ হয়েছে। আইপিএল চলতে থাকলে প্রস্তুতির জন্য অনেক কম সময় পেত তারা। এখন এই টেস্ট নিয়েই ভাবতে পারছে, প্রস্তুত হতে পারছে। তাদের বোলার ও ব্যাটসম্যানরা এতে বাড়তি জ্বালানি পেল।’
ভারতের চেয়ে তবু এক কদম বেশি প্রস্তুতির সুযোগ মিলছে নিউজিল্যান্ডের। ১৮ জুন সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু তার আগে ইংল্যান্ডের বিপক্ষে সেদেশে দুটি টেস্ট খেলার সুযোগ মিলছে তাদের। ২ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে নিজেদের বড় সুযোগ দেখছেন অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটসম্যান, ‘ ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলব। প্রস্তুতির জন্য এরচেয়ে আদর্শ কিছু হতে পারত না। তবে ভারত এক নম্বর দল। এটা আমাদের মাথায় রাখা লাগবে।’
Comments