শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টায় বগুড়া শহরের সাতমাথায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া সরকারি কলেজ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, আইআইটিবিসহ বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, 'নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা অনেক কষ্টে পড়ালেখা করেন। শিক্ষা জীবন শেষে তাদের সংসারের হাল ধরতে হয়। কিন্তু, করোনার কারণে আমাদের প্রায় দেড় বছর বসে বসে কাটাতে হচ্ছে। এতে বিপদে পড়ছে শিক্ষার্থীরা ও তাদের পরিবার। তাই অচিরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।'
তারা বলেন, 'সরকার সব কিছু খুলে দিয়েছে সীমিত পরিসরে। শুধু করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা। তাছাড়া শিক্ষার্থীদের এখনো টিকার আওতায় আনতে পারেনি সরকার। ফলে, অনিশ্চয়তা দিন কাটছে অনেক শিক্ষার্থীর।'
বগুড়া ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের নেতারাও সাধারণ শিক্ষার্থীদের এই সমাবেশে সংহতি জানিয়েছেন।
Comments