ঘূর্ণিঝড় ইয়াস: পটুয়াখালীতে ৮০৩ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় পটুয়াখালী জেলায় ৮০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলায় ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাৎক্ষনিক সহায়তার জন্য ইতোমধ্যে দুই কোটি ৩০ লাখ নগদ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
আজ সোমবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ঘূর্ণিঝড় প্রস্তুতি সভায় এসব তথ্য জানান।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রস্তুতির বিষয়েও আলোচনা করা হয়। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণ ওষুধ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়েছে।
জেলার বিভিন্ন স্থানে ৬১ কিলোমিটার বেড়িবাঁধের ৫৩টি পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সভায় আরও জানানো হয়, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় জেলার কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনায় আট হাজার ৬৪০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছেন।
এছাড়া, সাগর থেকে ফেরা মাছধরা ট্রলারগুলো কুয়াকাটা সংলগ্ন মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে নিরাপদ আশ্রয় নিয়েছে বলেও জানানো হয় সভায়।
Comments