ফরিদপুর

মধুমতী নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুল শিক্ষার্থী ঝিলিকের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে মধুমতী নদীতে ভেসে ওঠে ওই কিশোরীর মরদেহ।

আলফাডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর খেয়াঘাট এলাকা থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। নিহত ঝিলিক গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের মালোপাড়ার অসীম কুমার বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে, গতকাল দুপুর আড়াইটার দিতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে ঝিলিক তার পরিবারের সদস্যদের সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারী ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান না পেয়ে চলে যায়। এরপর আজ সকালে ঝিলিকের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

8m ago