বাহরাইনে বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশকে ‘লাল তালিকাভুক্ত’ করে এসব দেশের নাগরিকদের বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
বাহরাইনের মানামা। রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশকে ‘লাল তালিকাভুক্ত’ করে এসব দেশের নাগরিকদের বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

আজ সোমবার বাইরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ’র বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

বিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের নাগরিক ও রেসিডেন্স ভিসাধারীরা এই নিষেধাজ্ঞা আওতায় বাইরে থাকবেন। তবে, বাহরাইনের উদ্দেশে বিমানে ওঠার আগে তাদের অবশ্যই করোনাভাইরাসের পিসিআর টেস্টের রেজাল্ট দেখাতে হবে। এ ছাড়া বাহরাইনে পৌঁছানোর পর তাদের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

অন্যান্য দেশের নাগরিকরা যারা ভ্যাকসিন নিয়েছেন এবং যারা নেননি সবাইকে পূর্ব সতর্কতা হিসেবে নিজেদের বাড়িতে অথবা সরকার নির্ধারিত স্থানে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও করোনা নিয়ন্ত্রণে গঠিত ন্যাশনাল মেডিকেল টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে সরকারের নির্বাহী কমিটি এই নির্দেশনা দিয়েছে।

যারা নিষেধাজ্ঞার বাইরে থাকবেন

টিকা নিয়ে থাকলে এবং বাহরাইনের ইস্যু করা টিকা সনদ থাকে অথবা বাইরাইন কর্তৃপক্ষ অনুমোদন করেছে এমন দেশের টিকা সনদ বা বাহরাইনের সঙ্গে পারস্পরিক চুক্তি আছে এমন দেশের ইস্যু করা টিকা সনদ থাকলে যাত্রীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

যাত্রীদের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের ইস্যু করা টিকা সনদ থাকলেও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

করোনাভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে মিল রেখে বাহরাইনের ন্যাশনাল মেডিকেল টাস্কফোর্স ‘লাল তালিকাভুক্ত’ দেশ নির্ধারণ করে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago