চলতি সপ্তাহেই ৩ ফ্রি এজেন্ট দলে টানছে বার্সা!

এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুম শেষ করেছে বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির বিপক্ষেও জয় পেতে ঘাম ছুটে গেছে তাদের। দলের খেলোয়াড়দের মান নিয়েই তাই প্রশ্ন তুলেছিলেন কোচ রোনাল্ড কোমান। নতুন মৌসুমে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কথাতেও। তার প্রথম ধাপ হিসেবে চলতি সপ্তাহেই ৩ জন খেলোয়াড়কে স্বাক্ষর করাতে যাচ্ছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।
ছবি: সংগৃহীত

এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুম শেষ করেছে বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির বিপক্ষেও জয় পেতে ঘাম ছুটে গেছে তাদের। দলের খেলোয়াড়দের মান নিয়েই তাই প্রশ্ন তুলেছিলেন কোচ রোনাল্ড কোমান। নতুন মৌসুমে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কথাতেও। তার প্রথম ধাপ হিসেবে চলতি সপ্তাহেই ৩ জন খেলোয়াড়কে স্বাক্ষর করাতে যাচ্ছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।

গত মৌসুমের মতো শূন্য হাতে না ফিরলেও চলতি মৌসুমটা ভালো যায়নি বার্সেলোনার। কোপা দেল রে নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। প্রত্যাশিত সাফল্য পেতে তাই দলের শক্তি বাড়াতে নজর দিচ্ছে দলটি। কিন্তু সাম্প্রতিক সময়ের আর্থিক সংকটে কাজটা কিছুটা হলেও কঠিন। তাই আপাতত তারা মনোযোগ দিয়েছে ফ্রি ট্র্যান্সফারের দিকেই। ম্যানচেস্টার সিটি থেকে সের্জিও আগুয়েরো ও এরিক গার্সিয়া এবং অলিম্পিক লিঁও থেকে মেমফিস দিপাইকে দলে টানতে যাচ্ছে দলটি।

গার্সিয়া ও দিপাইকে পেতে অবশ্য গত এক বছর ধরেই চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় অপেক্ষা বাড়ে বার্সার। কারণ এ দুইজনের চুক্তি নিজ নিজ ক্লাবের সঙ্গে মৌসুম শেষেই ফুরচ্ছে। আর এ সুযোগটাই লুফে নিচ্ছে কাতালানরা। অন্যদিকে আগুয়েরোর ব্যাপারে দলটির আগ্রহ বাড়ে খুব বেশি দিন হয়নি। সিটি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পরই এ আর্জেন্টাইন তারকায় আগ্রহ দেখায় তারা। তার সঙ্গে মৌখিক চুক্তিও সেরে ফেলেছে দলটি।

আর আগুয়েরো যে বার্সায় আসছেন তা দুদিন আগেই জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা, 'আগুয়েরো আমার হৃদয়ের ক্লাব বার্সেলোনায় যোগ দেওয়ার খুব কাছাকাছি রয়েছে।' এর আগে গার্সিয়াকে নিয়েও প্রায় একই কথা বলেছেন এ কাতালান কোচ।

লুইস সুয়ারেজ দল ছাড়ার পর একজন প্রতিষ্ঠিত ফরোয়ার্ডের জন্য বেশ ভুগেছে বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় তারা ৭২টি বড় সুযোগ নষ্ট করেছে। যা স্প্যানিশ লিগে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬টি সুযোগ নষ্ট করেছেন রিয়াল বেতিস। অন্যদিকে যে সুয়ারেজকে তারা ছেড়ে দিয়েছে তার দল অ্যাতলেতিকো মাদ্রিদ নষ্ট করেছেন মাত্র ৪৩টি। তাতেই এগিয়ে যায় তারা। এমনকি চ্যাম্পিয়নই হয় দলটি।

সুয়ারেজের অভাব পূরণে এবার তাই দুইজন প্রতিষ্ঠিত খেলোয়াড়ই দলে টানছে বার্সা। আগুয়েরো যদিও গত মৌসুমে ইনজুরির কারণে খুব একটা মাঠে থাকতে পারেননি। তবে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা স্পেনেও পরীক্ষিত। আর দিপাইও আছেন ভালো ছন্দে। চলতি মৌসুমে ২০ গোলের পাশাপাশি ১২টি গোলে সহায়তা করেছেন এ ডাচ তারকা।

বার্সার জন্য অবশ্য এ দুই তারকার চেয়েও বড় সাইনিং গার্সিয়াকে ফেরানো। প্রচুর সুযোগ নষ্ট করলেও তারা এ মৌসুমে লিগে ৮৫টি গোল করেছে। অন্যদিকে হজম করতে হয় ৩৮টি। যে কারণেই পিছিয়ে গেছে তারা। যেখানে মাত্র ৬৭টি করে গোল করে দুই মাদ্রিদ তাদের চেয়ে এগিয়ে থাকে। কারণ অ্যাতলেতিকো হজম করে ২৫টি গোল, আর রিয়াল ২৮টি। 

Comments

The Daily Star  | English
Garment factory owners revise minimum wage upwards to Tk 12,500

Workers’ minimum wage to be reviewed

In an effort to bring normalcy back to the industries, the government will review the workers’ wage through the minimum wage board, the interim government has decided.

2h ago