২৩ বছরে এমন দুর্ঘটনা প্রথম: মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী

Malaysia LRT
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ভূগর্ভস্থ টানেলে দুটি লাইট রেল ট্রানজিট (এলআরটি) ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১৩ জন আহত হন। ২৪ মে ২০২১। ছবি: এএফপি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ভূগর্ভস্থ টানেলে দুটি লাইট রেল ট্রানজিট (এলআরটি) ট্রেনের মুখোমুখি সংঘর্ষ গত ২৩ বছরে এই প্রথম বলে মন্তব্য করেছেন দেশটির পরিবহনমন্ত্রী।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস গতকাল সোমবার রাতে এ তথ্য জানিয়েছে।

পরিবহনমন্ত্রী দাতুক সেরি ভি কা সিয়ং গণমাধ্যমকে বলেছেন, ‘দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত কমিটি কাজ করছে। কী কারণে দুর্ঘটনা ঘটলো তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘এলআরটি চালু হওয়ার পর গত ২৩ বছরে এই প্রথম দুর্ঘটনা ঘটলো।’

গতকাল স্থানীয় সময় রাত পৌনে ৯টায় দুটি এলআরটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১৩ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।

১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর কেলানা জায়া এলআরটি ট্রেন সার্ভিস চালু হয়।

আরও পড়ুন:

মালয়েশিয়ায় ভূগর্ভস্থ টানেলে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১৩

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

4h ago