আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভাসানচরের রোহিঙ্গারা
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভাসানচরের রোহিঙ্গারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ মঙ্গলবার সকাল থেকেই ভাসানচরে মাইকিং করতে দেখা গেছে। এ ছাড়া, স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে ঝড় সম্পর্কে রোহিঙ্গাদের সতর্ক করছেন।
ভাসানচর থেকে দ্য ডেইলি স্টার’র প্রতিবেদক মোহাম্মদ আল-মাসুম মোল্লা জানিয়েছেন, সকাল থেকেই ভাসানচরে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া, মাঝি (রোহিঙ্গা নেতা) ও স্বেচ্ছাসেবীরা রোহিঙ্গাদের ঘরে ঘরে গিয়ে ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করছেন। তাদের বোঝানো হচ্ছে, আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে আশ্রয়কেন্দ্রে যেতে হবে। তারা যেন তাড়াহুড়ো না করেন। আতঙ্কিত না হন।
তিনি আরও বলেন, সকাল থেকে ভাসানচরে রোদ আছে। তবে বাতাস রয়েছে।
প্রসঙ্গত, ১৮ হাজার ৫০০ রোহিঙ্গা আছেন ভাসানচরে।
Comments