সেই পচেত্তিনোকে ফেরাতে চায় টটেনহ্যাম!
গড়পড়তার একটি দল থেকে টটেনহ্যাম ইংলিশ প্রিমিয়ার সেরা ছয় দলের একটি বানানোর মূল কৃতিত্ব ছিল মাউরিসিও পচেত্তিনোর। আগের মৌসুমে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে না পারায় মাঝ পথেই সেই পচেত্তিনোকেই ছাঁটাই করে দেয় ক্লাবটি। তবে তাতে ভাগ্য ফিরেনি দলটির। অবশেষে ভুল বুঝতে পেরেছে ক্লাবটি। আবারও তাকে ফেরাতে চায় বলেই সংবাদ প্রকাশ করেছে শীর্ষ ইংলিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।
পচেত্তিনোকে ছাঁটাই করে স্পেশাল ওয়ান জোসে মরিনহোকে কোচের দায়িত্ব দিয়েছিল টটেনহ্যাম। গত মৌসুমের মাঝ পথে দায়িত্ব নেওয়া এ কোচ টিকতে পেরেছেন চলতি মৌসুমের মাঝ পর্যন্ত। দলের পারফরম্যান্স আহামরি উন্নতি করাতে না পারায় তাকে ছাঁটাই করে দলটি। নতুন মৌসুমের আগে মাঝ পথে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্লাবের সাবেক ফুটবলার রায়ান ম্যাসনকে দায়িত্ব দেয় দলটি। তাতে কোনো মতে লিগে সপ্তম স্থানে থেকে ইউরোপা লিগের কোয়ালিয়ার নিশ্চিত করে তারা।
অন্যদিকে টটেনহ্যাম ছাড়ার পর ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন পচেত্তিনো। আর সেখানে যোগ দিয়ে কোচ হিসেবে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এ কোচ। যদিও লিগ শিরোপা হাতছাড়া করায় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে না পারায় ব্যর্থই বলতে হবে তাকে। ফ্রান্সে সময়টা ভালো না যাওয়ায় পচেত্তিনো টটেনহ্যামে ফিরে আসতে পারেন বলে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট।
মূলত স্পার্সদের খেলোয়াড়দের সঙ্গে পচেত্তিনোর ভালো সম্পর্ক থাকায় তাকে ফেরানোর চিন্তা করছেন ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। হ্যারি কেইন হতে শুরু করে প্রায় সব খেলোয়াড়ই পচেত্তিনোর অধীনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ ইংলিশ তারকাকে ধরে রাখতেও পচেত্তিনোর ফেরা কার্যকর হতে পারে বলে ধারণা তাদের। এছাড়া ইউরোপিয়ান সুপার লিগে যোগ দিতে চাওয়ায় ক্রুদ্ধ সমর্থকদের শান্ত করতে তাদের প্রিয় কোচকে ফিরিয়ে আনা কৌশলী সিদ্ধান্ত হতে পারে বলে মনে করে ক্লাবটি।
Comments