আমির হামজা ৫ দিনের রিমান্ডে
সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান এ মামলায় আমির হামজার দশ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করেন।
এর আগে, গতকাল দুপুরে কুষ্টিয়ায় সিটিটিসি'র এক অভিযানে আমির হামজাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সিটিটিসি প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর বিষয়ে আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। তিনি ওয়াজ মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তার বেশকিছু বক্তব্য শুনে যুবসমাজ জঙ্গিবাদের দিকে ঝুঁকছে বলে অভিযোগ আছে।
Comments