পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র: ৩৫ চীনা নাগরিকসহ ৫৭ কর্মীর করোনা শনাক্ত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী এবং তাদের মধ্যে ৩৫ জন চীনা নাগরিক।
আজ মঙ্গলবার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে কর্মরত এক হাজার কর্মীর করোনা পরীক্ষা করে। পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন চীনা নাগরিক এবং ২২ জন বাংলাদেশি কর্মী।
করোনা আক্রান্তদের তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে বলে জানান ডা. চিন্ময় হাওলাদার।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন জানান, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়া অন্য কোন উপজেলায় কারো করোনা শনাক্ত হয়নি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক দ্য ডেইলি স্টারকে জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ৫০০ জন চীনা নাগরিক কর্মরত আছেন। এর আগে চলতি মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৫ জন চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments