অভিজ্ঞতার ঘাটতিই ভোগাচ্ছে: পেরেরা

অভিজ্ঞ বেশ কয়েজন ক্রিকেটারকে বাদ দিয়ে অপেক্ষাকৃত তরুণ  এক দল নিয়ে বাংলাদেশে এসেছিল শ্রীলঙ্কা। তবে সেই দল দুই ম্যাচেই শ্রীলঙ্কানদের করেছে হতাশ। অধিনায়ক কুসল পেরেরা মনে করছে, অভিজ্ঞতার ঘাটতিই তাদের বেহাল দশার কারণ।

অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, সুরঙ্গা লাকমলসহ সিনিয়রদের এই সিরিজে রাখেনি শ্রীলঙ্কা। জায়গা পাবেন না জেনে অবসরই নিয়ে নেন থিসারা পেরেরা। 

শ্রীলঙ্কান বর্তমান স্কোয়াডের মিলিত ওয়ানডে ম্যাচের সংখ্যার চেয়ে বাংলাদেশের চার সিনিয়র ক্রিকেটার মিলেই খেলেছেন প্রায় দ্বিগুণ ম্যাচ।

অভিজ্ঞতার এই বিস্তর তফাৎ ধরা পড়েছে খেলার ধরণ আর ফলাফলে। প্রথম ম্যাচে বাংলাদেশ করেছিল ২৫৭ রান। ওই রান তাড়া করতে গিয়ে ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। পরের ম্যাচে বাংলাদেশের ২৪৬ রান টপকাতে গিয়ে আরও বেহাল দশা তাদের। করতে পেরেছে কেবল ১৪১ রান।

দুটি ম্যাচেই রান তাড়ায় কোন পরিকল্পনা দেখা যায়নি শ্রীলঙ্কার ইনিংসে। ইনিংস টেনে দায়িত্ব নেওয়ার কাজটা করেননি কেউ। নতুন অধিনায়কত্ব পাওয়া কুসল পেরেরা ম্যাচ শেষে স্বীকার করলেন নিজেদের ঘাটতির জায়গা,  ‘এটা খুবই হতাশাজনক। অভিজ্ঞতার ঘাটতিই ভোগাচ্ছে। দুই ম্যাচেই মিডল অর্ডারে ধস নেমেছে। খেলোয়াড়দের অবশ্যই নিজের সামর্থ্যে আস্থা রাখতে হবে এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।’

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

21m ago