ভোলা: ডুবে গেছে চরাঞ্চল, গাছচাপায় মৃত্যু ১

ছবি: স্টার

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার অন্তত ১০টি বিচ্ছিন্ন চর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আজ বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়তে দেখা গেছে। বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর, চরকুকরি মুকরি, চরনিজামসহ অন্তত ৩০টি চর গতকাল দুপুরেই প্রবল জেয়ারে প্লাবিত হয়। রাত থেকে শুরু হয় উদ্ধার কার্যক্রম।

ঢালচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার ইউনিয়ন এলাকায় ১৭ হাজার ৪০০ মানুষ ছিল। নদী ভাঙনের শিকার হয়ে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। গত রাতে তিনটি আশ্রয়কেন্দ্রে দেড় হাজার মানুষ অবস্থান করেছে। আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে আমি নিজেই আটকা পড়েছিলাম। প্রধান রাস্তায় কোমর সমান পানি।’

ভোলার জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘বিচ্ছিন্ন চরগুলো জোয়ারের পানির নিচে রয়েছে। কী পরিমাণ ক্ষতি হবে তা এখনো বোঝা যাচ্ছে না।’

ভোলার লালমোহন উপজেলায় ঝড়ে গাছচাপা পড়ে আবু তাহের নামে একজনের মৃত্যু হয়েছে। আনিসুর রহমান বলেন, ভোররাতে ঝড়ের সময় গাছ ভেঙে পড়লে চাপা পড়ে তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

33m ago