ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার

ঘূর্ণিঝড় ইয়াস আজ বুধবার ভারতীয় স্থানীয় সময় দুপুরে উড়িষ্যার ধর্ম বন্দর ও বলেশ্বরের মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে।
ইয়াসের গতিবেগ নিয়ে কলকাতার আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন-২০ এ বলা হয়েছে, প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে আকার ধারণ করছে ইয়াস। এর গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলীয় জেলাগুলোতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় উড়িষ্যার উপকূলে আঘাত হানতে পারে।
জি ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। কলকাতায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো বাতাস। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিলোমিটার।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াসের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫৫ কিলোমিটার হতে পারে।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় ইয়াস: পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন, কলকাতা বিমানবন্দর বন্ধ
‘ইয়াস’ নামের অর্থ ও যেভাবে এই নামকরণ
মোংলা থেকে ৩০৫ কিলোমিটার দূরে ইয়াস, দুপুরে আঘাতের সম্ভাবনা উড়িষ্যা উপকূলে
Comments