দীঘা, ২৪ পরগনা, উড়িষ্যায় ইয়াসের আঘাত, মৃত্যু ১
ভারতের উড়িষ্যার স্থলভাগে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। ভারত আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিঘা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং উড়িষ্যার কেন্দ্রপাড়া থেকে উপকূলীয় কিছু অঞ্চলে ইতোমধ্যে প্রবল বাতাস শুরু হয়েছে। আছড়ে পড়ছে সাগরের ঢেউ। কিছু উপকূলীয় অঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে এবং রাস্তায় হাঁটু সমান পানি জমেছে।
আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জি ২৪ ঘণ্টা জানায়, স্থলভাগে আছড়ে পড়ার সময় ইয়াসে গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
এনডিটিভি আরও জানায়, উড়িষ্যার ধর্ম বন্দর এবং কলকাতা থেকে দেড় কিলোমিটার দক্ষিণে বলেশ্বরের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫ কিলোমিটার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রটি উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। এ সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাবে।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়াসের তাণ্ডবে উড়িষ্যায় একজনের মৃত্যু হয়েছে।
Comments