সাবেক ডিআইজি আফজাল হোসেন মারা গেছেন

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি এম আফজাল হোসেন (৯২) মারা গেছেন। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এম আফজাল হোসেন সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তান পুলিশ সার্ভিসে (পিএসপি) যোগ দেন এবং ১৯৮০ সালে তিনি ডিআইজি পদ থেকে অবসর নেন।

আফজাল হোসেন ১৯২৯ সালের ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে রাজশাহী কলেজ থেকে অর্থনীতিতে সম্মান ও ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago