দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের ওপর হামলা, দোকানপাট ভাঙচুর

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা ও তাদের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা ও তাদের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতেও দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্রানফোর্টে বিশৃঙ্খল জনতা দোকানপাট ও শপিং মলে হামলা ও ভাঙচুর চালায়।

প্রায় ১৭ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন সুমন চৌধুরী। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় ৫০টি দোকানে লুটপাট করা হয়েছে।’    

এছাড়া আনিসুর রহমান নামে একজন প্রবাসী বাংলাদেশি টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত থেকে ব্রানফোর্টে বসবাসকারী কয়েকশ বাংলাদেশি ভয় ও আতঙ্কের মধ্যে আছেন।’

গত সপ্তাহে দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লমফনটেইনে বহিরাগত বিদ্বেষীদের বিক্ষিপ্ত হামলায় অভিবাসী বাংলাদেশিদের কয়েকশ দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

এ ব্যাপারে অভিবাসী বাংলাদেশিরা দ্য ডেইলি স্টারকে জানান, গত ১৩ বছরের মধ্যে ব্লমফনটেইনে অভিবাসীদের ওপর এটি সবয়েচে বড় ধরনের হামলা। স্থানীয় সরকারের নিম্নমানের সেবার প্রতিবাদে বিক্ষোভের পর গত ১৬ মে থেকে এই হামলা শুরু হয়।

এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি, তবে তারা নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

এর আগেও ব্লমফনটেইনে ২০০৮, ২০১২ ও ২০১৯ সালে অভিবাসীদের ওপর বহিরাগত বিদ্বেষী হামলার ঘটনা ঘটে। বাংলাদেশিরাও ওই হামলার শিকার হন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশনের হিসাব মতে, সেখানে প্রায় তিন লাখ বাংলাদেশি অভিবাসী বসবাস করেন। তাদের বেশিরভাগই ব্যবসার সঙ্গে জড়িত।

 

Comments

The Daily Star  | English

Tamim dropped after drama

The Bangladesh Cricket Board (BCB) announced the ICC Cricket World Cup squad last night, excluding Tamim Iqbal following an uncalled-for drama involving the experienced opener.

59m ago