খালিশপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৪
খুলনার খালিশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে অভিযোগকারী নারী থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে খালিশপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চার জনকে গ্রেপ্তার করে। পরে ওই নারীর অভিযোগটি মামলা রুজু হয়।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অপারেশন ও মামলার তদন্তকারী কর্মকর্তা নিমাই চন্দ্র কুণ্ডু ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তার চার আসামি খালিশপুরের নামকরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধেই ধর্ষণ মামলা হয়েছে।’
ওসি জানান, গ্রেপ্তারের পর তারা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে।
ওই নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তার চার জন হলেন- সাঈদ (৩৫), নুরুজ্জামান (৩৫), সুমন (১৮) ও নাজমুল (২০)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী মঙ্গলবার (২৫ মে) রাতে ব্যাটারিচালিত অটোরিকশায় তার খালার বাড়িতে যাচ্ছিলেন। পথে রাত ১০টার দিকে তাকে একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করা হয়।
Comments