‘নির্ভার থাকবে না বাংলাদেশ, ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ’
সিরিজ ইতোমধ্যে পকেটে পুরেছে বাংলাদেশ দল। তাই বলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেকে কেবল নিয়মরক্ষার লড়াই বলে মনে করছে না তারা। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় পুরো ১০ পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়ে নামবে টাইগাররা, জানালেন মেহেদী হাসান মিরাজ।
প্রথমবারের মতো কোনো সংস্করণে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের দল জিতেছিল ৩৩ রানে। দ্বিতীয় ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে আসে ১০৩ রানের জয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
বুধবার আইসিসির হালনাগাদ করা ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে ওঠা মিরাজ বিসিবির ভিডিও বার্তায় বললেন, সিরিজ জিতলেও কোনোরকম গা ছাড়া ভাব নেই তাদের মাঝে, ‘দেখেন আমাদের নির্ভার হয়ে যাওয়ার কিছু নেই। এখানে কিন্তু পয়েন্টের খেলা। পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই ১০টা পয়েন্ট কিন্তু আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য এই পয়েন্টগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে।’
শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। ম্যাচে ৫ জয়ে বাংলাদেশের অর্জন ৫০ পয়েন্ট। ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। ৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে পাকিস্তান। সমান ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্টও ৪০। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা নেমে গেছে চারে।
আগামী ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে চলছে সুপার লিগ। আয়োজক ভারত ছাড়া পয়েন্ট তালিকার সেরা সাত দল সরাসরি পাবে বিশ্বকাপে খেলার টিকিট। তাই কোনো ম্যাচকেই হালকা করে দেখার উপায় নেই। প্রতিটি ম্যাচের প্রতিটি পয়েন্টই ভীষণ গুরুত্বপূর্ণ।
সিরিজের শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হবে ৬০। তাতে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের শীর্ষস্থান হবে আরও মজবুত। তাছাড়া, বিদেশের মাটিতে প্রতিকূল কন্ডিশনে খেলা চ্যালেঞ্জিং হওয়ায় ঘরের মাঠে পুরো ফায়দা নিয়ে সরাসরি বিশ্বকাপের খেলার লড়াইয়েও স্বস্তিতে থাকবেন মুশফিক-সাকিবরা।
Comments