আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য
আগের চেয়ে ভালো আছেন হাসপাতালে চিকিৎসাধীন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবামাধ্যমটি জানিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেনের চাহিদা নিয়ন্ত্রণে আছে। তাকে রেমডিসিভির ও উচ্চমাত্রার স্টেরয়েড দেওয়া হয়েছে। আগের চেয়ে ভালো আছেন প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।
রাত ৯টায় হাসপাতালের বুলেটিন জানায়, তিন লিটার অক্সিজেন লাগছে বুদ্ধদেব ভট্টাচার্যের এবং তাকে রাখা হয়েছে বাইপাপ সাপোর্টে। তিনি কথা বলতে পারছেন। তার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে।
এর আগে, গত মঙ্গলবার বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার চিকিৎসার দায়িত্বে আছেন ছয় চিকিৎসকের মেডিকেল বোর্ড।
Comments