নিম্নচাপে পরিণত ইয়াস ঝাড়খণ্ডে
ঘূর্ণিঝড় ইয়াস নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও এর আশেপাশে অবস্থান করছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ইয়াস ঝড়ে পরিণত হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমানে ঝাড়খণ্ড ও এর আশেপাশে অবস্থান করছে। আগামী ছয় ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হয়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়, ইয়াসের আঘাতে অন্তত পাঁচ জন মারা গেছেন। ১১ হাজারের বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। উড়িষ্যায় প্রায় ১২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইয়াসের তাণ্ডবে অন্তত এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আজ সকালে প্রকাশিত কলকাতার আঞ্চলিক আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন-২৫ এ জানানো হয়েছে, ইয়াসের বর্তমান গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ ৫৫ কিলোমিটার। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বানকুরা জেলায় আজ ভারি বৃষ্টিপাত হতে পারে।
Comments