সাগরে ৩ নম্বর সংকেত, তবে চলবে লঞ্চ-ফেরি

সাগরে তিন নম্বর সংকেত থাকলেও দেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় লঞ্চ ও ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
dhaka_sadarghat-1.jpg
সদরঘাট | ছবি: স্টার ফাইল ফটো

সাগরে তিন নম্বর সংকেত থাকলেও দেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় লঞ্চ ও ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ বেলা ১২টার দিকে লঞ্চ ও ফেরি চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

এর আগে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দুর্ঘটনা এড়াতে সতর্কতা হিসেবে গতকাল বুধবার সকাল ৯টা থেকে ফেরি ও গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে দেশের সমুদ্রবন্দরগুলেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

57m ago