করোনার উৎস নিয়ে রাজনীতি করা হচ্ছে: যুক্তরাষ্ট্রের চীন দূতাবাস

US_vs_china.jpg
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনের দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল নিয়ে রাজনীতি করাটা ভাইরাস নিয়ে তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং মহামারি প্রতিরোধে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইরাসটির উৎপত্তি নিয়ে গোয়েন্দা সংস্থাকে পুনরায় তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানিয়েছে চীনের দূতাবাস।

রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চীনের দূতাবাস তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছে, ‘রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতে এবং দোষারোপের খেলা খেলতে কিছু রাজনৈতিক শক্তি জোট বেধেছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর উৎস নিয়ে দ্বিতীয়বারের মতো গবেষণা শুরু করার প্রস্তুতি নেওয়ায় উহানের ল্যাব থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তদন্তকারীদের আরও প্রবেশাধিকার দিতে এক ধরনের চাপের মধ্যে রয়েছে চীন।

উহানের ল্যাবকে দায়ী করার অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো ভাইরাস প্রতিরোধে নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।

করোনাভাইরাস সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে তা পুনরায় তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থাকে গতকাল বুধবার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

আরও পড়ুন:

৯০ দিনের মধ্যে করোনাভাইরাসের উৎস খোঁজার নির্দেশ বাইডেনের

Comments

The Daily Star  | English

The constitution: Reforms only after a strong consensus

Constitutional reforms should be done after taking people’s opinions into account, said Dr Kamal Hossain, one of the framers of the constitution.

4h ago