ফিটনেস নিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থায় আছি: মাহমুদউল্লাহ
বয়স পেরিয়েছে ৩৫, ফিটনেস নিয়ে তাই বারবার প্রশ্নের মুখে পড়া মাহমুদউল্লাহ রিয়াদের জন্য স্বাভাবিক ব্যাপার। তবে মেদ ঝরানো ফুরফুরে শরীর নিয়ে আগের যেকোনো সময়ের চেয়ে তার ফিটনেস সেরা অবস্থায়। এমনটাই দাবি অভিজ্ঞ এই ক্রিকেটার।
বাংলাদেশের হয়ে ১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন মাহমুদউল্লাহ। বলা যায়, ক্যারিয়ারের গোধূলি লগ্নেই আছেন তিনি। কিন্তু সমাপ্তির পথে বাতিলের আওয়াজ যেন না উঠে সেজন্য বাড়তি গুরুত্ব দিচ্ছেন ফিটনেসকে।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের জানান নিজের ফিটনেসের খবর, ‘মনে হয় যে ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আমি আছি। এটা নিয়ে গত দুই তিন বছর ধরে আমি কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি, রানিং হোক, জিম হোক, এক্সট্রা রানিং, এক্সট্রা জিম…’
তরুণ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং-ফিল্ডিংয়ে পাল্লা দিতে অতিরিক্ত পরিশ্রম করে নিজেকে তৈরি রাখছেন তিনি, ‘ভারসাম্য ধরে রাখার কাজ আমার অনেক বেশি করা লাগে, মেনটেনেন্স কাজ করা লাগে। তো এই জিনিসগুলো আমি করার চেষ্টা করি। চেষ্টা করি যেন ফিটনেসটা ভাল থাকে।’
প্রথম ওয়ানডেতে ছয় নম্বরে নেমে ৭৪ বলে ৫৪ করেন মাহমুদউল্লাহ। পরের ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৮ বলে ৪১ রান।
Comments