স্পিনের বিপক্ষে ব্যাটসম্যানদের ভুগতে দেখে বিস্মিত আর্থার

Mickey Arthur
শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। ছবি: ফিরোজ আহমেদ

উপমহাদেশের দল হওয়ায় ঐতিহ্যগতভাবেই স্পিন বলে পারদর্শী বলে বিবেচনা করা হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। কিন্তু বর্তমান দলের মধ্যে পাওয়া যাচ্ছে না সেই ছাপ। প্রথম দুই ওয়ানডেতে স্পিনের বিপক্ষে তাদের ব্যাটসম্যানদের ধুঁকতে দেখে তাই ভীষণ অবাক হয়েছেন প্রধান কোচ মিকি আর্থার। তার মতে, নেটে স্বচ্ছন্দে খেলা ব্যাটসম্যানদের ম্যাচে দেখা যাচ্ছে ভিন্ন চেহারায়।

প্রথম ওয়ানডেতে ২৫৮ রান তাড়া করতে ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। পরে ওয়েইন্দু হাসারাঙ্গার ঝড়ে করতে পারে ২২৪ রান। পরের ম্যাচে আরও বেহাল দশা ব্যাটসম্যানদের। ২৪৭ রান তাড়ায় ১০৪ রানেই হারায় ৬ উইকেট। পরে ডি/এল মেথডে ম্যাচ হারে ১০৪ রানে।

দুই ম্যাচেই লঙ্কানদের ৫টি করে উইকেট গেছে স্পিনারদের বলে। স্পিনারদের বিপক্ষে ওভারপ্রতি তারা নিতে পেরেছে ৪ রানেরও কম।

বৃহস্পতিবার শেষ ম্যাচের আগের দিন মিরপুর একাডেমি মাঠে আর্থার মেলাতে পারলেন না হিসেব-নিকেশ,   স্পিনারদের বিপক্ষে আমাদের সংগ্রাম করতে হচ্ছে, যেটা দেখে আমি বিস্মিত। আমি নেটে যে ব্যাটসম্যান দেখি, ম্যাচে গিয়ে দেখি তাদের ভিন্ন চেহারা। চাপের কারণে হতে পারে, কিংবা ব্যর্থ হবার ভীতির কারণে এমন হতে পারে। যেটাই হোক এর থেকে বেরিয়ে আসতে হবে।’

লঙ্কান কোচের আশা শেষ ম্যাচে গিয়ে অন্তত সামর্থ্যের ছাপ রাখতে পারবেন ব্যাটসম্যানরা,  ‘তারা সবাই খুব দক্ষ ব্যাটসম্যান। বিশেষ করে স্পিনে। তারা এখনো নিজেদের মেলে ধরতে পারেনি। আমি আশা করব কাল খুব ভাল পারফর্ম করবে।’

এই সফরে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া খেলতে এসেছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমালদের অভাব টের পাওয়া গেছে দুই ম্যাচেই। আর্থার জানান, অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ নাটাই নিজের হাতে নিয়ে নিবে এমনটা ধারণা ছিল তাদেরও, ‘সাকিব, তামিম, মুশফিক দুইশোর বেশি ওয়ানডে খেলেছে। মাহমুদউল্লাহ দুইশোর কাছাকাছি খেলেছে। মোস্তাফিজ, মেহেদী এই কন্ডিশনে ভাল বোলার। কঠিন চ্যালেঞ্জ আসবে ভেবেছিলাম, সেটাই হয়েছে।’

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। 

 

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago