মাগুরা-ফরিদপুর রেললাইন নির্মাণ কাজ উদ্বোধন

দেশের দক্ষিণ-পশ্চিমের ফরিদপুর ও মাগুরা জেলার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এ সময় মাগুরায় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর ও মাগুরা জেলার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের কাজ উদ্বোধন করেন। এ সময় মাগুরায় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমের ফরিদপুর ও মাগুরা জেলার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এ সময় মাগুরায় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন এ লাইনটি নির্মাণের পর রেলপথে দেশের অন্যান্য অংশের সঙ্গে মাগুরা জেলা যুক্ত হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ১২০২ কোটি ৪৯ লাখ টাকা। 

প্রকল্পে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৮ দশমিক ৮ কিলোমিটার প্রধান লাইন নির্মাণ করা হবে। এছাড়া কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪ দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ করা হবে। এছাড়া কামারখালী ও মাগুরায় দুটি স্টেশন, দুটি প্লাটফর্ম, ২৮টি ছোট ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

আজ এ প্রকল্প উদ্বোধনের সময় মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, রেলসচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার প্রমুখ।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

3h ago