সৌদিগামী কর্মীদের হোটেলের ব্যবস্থা সরকার করবে: পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবে পৌঁছানোর পর বাংলাদেশি কর্মীদের সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ঝামেলা কমাতে বাংলাদেশ সরকার হোটেলের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবে পৌঁছানোর পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার জন্য হোটেল বুকিং করতে গিয়ে বাংলাদেশি কর্মীরা সমস্যায় পড়ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
নিজেরা হোটেল বুকিং করতে না পারায় গত তিন দিনে প্রায় এক হাজারের বেশি প্রবাসী কর্মী সৌদি আরব যেতে পারেননি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরবের বিমান ভাড়া ও কোয়ারেন্টিনে থাকার জন্য হোটেল বাড়া বাবদ প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ব্যয় হচ্ছে। এই বিশাল অঙ্কের টাকার কারণে অনেকে সৌদি আরবে না যাওয়ারও সিদ্ধান্ত নিচ্ছেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের কর্মীরা হোটেল বুকিং দিতে ব্যর্থ হচ্ছেন। তাছাড়া, এর জন্য এত বেশি টাকা ব্যয় করার সামর্থ্যও তাদের নেই।'
এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল বুকিংয়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'একইসঙ্গে হোটেল ভাড়ার কিছু অংশ ভর্তুকি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।'
মোমেন বলেন, আমি সৌদিতে বাংলাদেশ দূতাবাসকে সৌদিগামী প্রবাসী কর্মীদের তালিকা তৈরি করে তাদের হোটেল বুকিংয়ের ব্যবস্থা করতে বলেছি।'
যদি হোটেল ভাড়া বেশি হয়, সরকার ভর্তুকি দেবে উল্লেখ করে মোমেন জানান, তিনি ইতোমেধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলেছেন, 'যদি তারা সেখানে গিয়ে কাজ পায়, তাহলে সেটা আমাদের জন্যই ভালো।'
তিনি বলেন, 'এটা খুব দুঃখজনক যে করোনার নতুন ভ্যারিয়েন্টে বাংলাদেশে মাত্র ১৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ব্ল্যাক ফাঙ্গাসে মাত্র একজনের মৃত্যু হয়েছে। এটা খুব তুচ্ছ ঘটনা হলেও, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।'
করোনাভাইরাসের বিশেষ এই ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশ বাংলাদেশের সঙ্গে তাদের ফ্লাইট বাতিল করেছে।
'যাই হোক, সৌদি আরব আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে' উল্লেখ করে মন্ত্রী বলেন, 'প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে আমরা যতটা পারি কাজ করব।'
সরকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রবাসী কর্মীদের করোনা টিকা দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানান তিনি।
তিনি বলেন, 'সৌদি আরব ভ্রমণের বিষয়ে বলা হয়েছে, যাদের ইতোমধ্যে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া হয়েছে তাদের কোয়ারেন্টিনে থাকার দরকার নেই।
'যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বর্তমানে আমাদের দেশে ৪০ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সরকার ২০ থেকে ৪০ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া কথা বিবেচনা করছে,' যোগ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'জনসনের টিকা এক ডোজ নিলেই হয়। রবিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আমরা এ বিষয়ে আলোচনা করবো। যদি এটা সম্ভব হয় তাহলে দুর্ভোগ কমবে।'
তিনি জানান, আজ অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে টিকা সহায়তা চাওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় ২৫ মিলিয়ন মানুষ, কিন্তু তাদের কাছে ৯৩ মিলিয়ন ভ্যাকসিন মজুত আছে। সবাইকে টিকা দেওয়ার পরও অতিরিক্ত ৭০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন থাকবে তাদের কাছে।
মন্ত্রী বলেন, 'ভ্যাকসিন মজুত করে না রেখে আমাদের দেওয়ার জন্যও অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি।'
আরও পড়ুন:
হোটেল বুকিং জটিলতায় যেতে পারেননি সহস্রাধিক সৌদি অভিবাসী
বাংলাদেশি কর্মীদের হোটেল বুকিংয়ে সহায়তা করবে না সৌদি এয়ারলাইন্স
সৌদিগামী বাংলাদেশিদের ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিংয়ের আহ্বান
Comments