ফরিদপুরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরে পৌরসভার উদ্যোগে অভিযান চালিয়ে শহরের গোয়ালচামট মহল্লার টিটিসির মোড় এলাকা ও রতন ব্যানার্জি সড়ক এবং রঘুনন্দনপুর হাউজিং সোসাইটিতে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী শিমুল দাস দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিটিসির মোড় ও রতন ব্যানার্জি সড়কে পৌরসভার জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিলেন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। তাদের বার বার মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পরও জায়গা ছেড়ে দেয়নি। ফলে, অভিযান চালিয়ে পৌরসভার জায়গা অবমুক্ত করা হয়। এছাড়া রঘুনন্দনপুর হাউজিং সোসাইটিতে পৌরসভার নকশা অনুসরণ না করে ইমারত নির্মাণ করেন একজন। তার প্রতিবেশীর অভিযোগের ওপর ভিত্তি করে ঘটনার সত্যতা পাওয়ায় তার নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়।
অভিযানে অংশ নেন- ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান, সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী শিমুল দাস প্রমুখ।
Comments