জুনের প্রথম সপ্তাহে ১.০৬ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাবে বাংলাদেশ
জুনের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশ ১.০৬ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাবে। আজ বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানান।
তিনি বলেন, ‘কোভ্যাক্স চুক্তির আওতায় জুনের প্রথম সপ্তাহের মধ্যে ১.৬ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।’
এছাড়াও, ভ্যাকসিন ব্যবহারের জন্য বাধ্যতামূলক উপাদান ডিলুটর আগামী রবিবার আসতে পারেও বলেন তিনি।
তিনি বলেন, ‘তারা (কোভ্যাক্স কর্তৃপক্ষ) আমাদের এই তারিখগুলো জানিয়েছে। এই ভ্যাকভাইনের জন্য বিশেষ স্টোরেজ সুবিধা প্রয়োজন।’
Comments