মানিকগঞ্জে প্রেস অপারেটরকে হত্যা
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রমজান আলী (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া চর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
রমজান আগ শিমুলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি প্রেসে অপারেটর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, রমজান আলীর ঢাকার উত্তরা এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। তার স্ত্রী উত্তরার একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত রাতে অসুস্থ মাকে দেখার জন্য তিনি ঢাকা থেকে বাড়ি আসছিলেন। পথে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা করছে।’
Comments