করোনাভাইরাস

২৪ ঘণ্টায় মৃত্যু ৩১ পরীক্ষা ১৪৬০৬ শনাক্ত ১৩৫৮

Coronavirus
প্রতীকী ছবি | সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন। এর আগে গতকাল ২২ ও গত পরশু ১৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৫১১ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৩৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৯৬ হাজার ৩৪৩ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৪ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৩০ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের ০-১০ বছরের মধ্যে, একজনের ১১-২০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৩ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৩৬ হাজার ২২১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৯ লাখ এক হাজার ৮৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।

আরও পড়ুন:

আজ মৃত্যু ২২, শনাক্ত ১২৯২, পরীক্ষা ১৫৯১৫

আজ মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭, পরীক্ষা ১৬৪৩৪

আজ ৪০ জন, মৃত্যুর সংখ্যা আবার বাড়ার ইঙ্গিত

২৪ ঘণ্টায় মৃত্যু ২৫ পরীক্ষা ১৭৬৮৩ শনাক্ত ১৪৪১

২৪ ঘণ্টায় মৃত্যু ২৮ পরীক্ষা ১৫২০৫ শনাক্ত ১৩৫৪

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮ পরীক্ষা ১২২৩০ শনাক্ত ১০২৮

আজ মৃত্যু ২৬ পরীক্ষা ১৮২৯৪ শনাক্ত ১৫০৪

আজ মৃত্যু ৩৬ পরীক্ষা ১৯৪৩৭ শনাক্ত ১৪৫৭

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ পরীক্ষা ২০৫২৮ শনাক্ত ১৬০৮

আজ মৃত্যু ৩০ পরীক্ষা ১৬৮৫৫ শনাক্ত ১২৭২

২৪ ঘণ্টায় মৃত্যু ৩২ পরীক্ষা ১০৩৪৭ শনাক্ত ৬৯৮

আজ মৃত্যু ২৫ পরীক্ষা ৫৪৩০ শনাক্ত ৩৬৩

আজ মৃত্যু ২২ পরীক্ষা ৩৭৫৮ শনাক্ত ২৬১

আজ মৃত্যু ২৬ পরীক্ষা ৭৮৩৫ শনাক্ত ৮৪৮

আজ মৃত্যু ৩১ পরীক্ষা ১৩৪৭১ শনাক্ত ১২৯০

২৪ ঘণ্টায় মৃত্যু ৪০ পরীক্ষা ১৫২৯৬ শনাক্ত ১১৪০

আজ মৃত্যু ৩৩ পরীক্ষা ১৪১৮৪ শনাক্ত ১২৩০

Comments

The Daily Star  | English

SWISS Banks: Funds linked to Bangladesh hit 3-year high

Bangladeshi-linked funds parked in Swiss banks surged to 589.5 million Swiss francs, or about Tk 8,800 crore, in 2024, their highest level in three years, according to data released by the Swiss National Bank (SNB) yesterday.

7h ago