৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
চ্যালেঞ্জিং রান তাড়ায় নেমে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। শুরুতেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে রয়েছে স্বাগতিকরা।
লঙ্কানদের করা ২৮৬ রান টপকাতে গিয়ে প্রথম ১৫ ওভারে ৩ উইকেটে ৪৯ রান করেছে বাংলাদেশ। নাঈম শেখ ১, সাকিব আল হাসান ৪ ও তামিম ইকবাল ১৭ রান করে আউট হয়েছেন।
২৮৭ রানের লক্ষ্যে ওপেনিং জুটিই করে হতাশ। লিটন দাসকে বসিয়ে এই ম্যাচ খেলানো হচ্ছে নাঈম শেখকে। কিন্তু এই তরুণ করেন হতাশ। পেসার দুশমন্ত চামিরার বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়েছিলেন। ফলাফল স্লিপে লোপ্পা ক্যাচ।
বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান বাঁহাতি হয়ে যাওয়াতেও প্রতিপক্ষের জন্য কাজটা ছিল সহজ। তিনে নামা সাকিব ফর্মে ফেরার পথে যেতে যেতে পারেননি। তার রিফ্লেক্সের ঘাটতি দেখা গেছে। চামিরার বাউন্সার মারার মতোই ছিল। কিন্তু রিফ্লেক্সের ঘাটতির কারণে সহজ ক্যাচ তুলে ফেরেন তিনি।
আগের দুই ম্যাচের নায়ক মুশফিকুর রহিমকে নিয়ে প্রতিরোধের চেষ্টায় ছিলেন অধিনায়ক তামিম। অনেকক্ষণ ক্রিজে থেকেও আগে বাড়তে পারেননি। তাকেও ছাঁটেন চামিরা। ইয়র্কার লেন্থের বল ব্যাট নামিয়ে খেলতে গিয়েছিলেন। ব্যাট মাটিতে লাগার সময় স্পর্শ করে বলেও। মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্ত রিভিউ নিয়ে পাল্টাতে পারেননি তামিম। সিদ্ধান্তে মাঠেই হতাশা জানিয়ে বের হয়ে যান বাংলাদেশ অধিনায়ক।
টপ অর্ডার ধসে পড়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মুশফিক-মোসাদ্দেক হোসেনের ব্যাটে। রান তাড়া করে জিততে হলে ওভারপ্রতি এখন থেকে সাড়ে ছয়ের বেশি রান নিতে হবে।
Comments