লেবাননে বাংলাদেশি প্রবাসীরা করোনা টিকা নিতে পারবেন আগামীকাল
লেবাননে বাংলাদেশি কর্মীরা আগামীকাল শনিবার করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। আজ শুক্রবার লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, লেবাননে জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় 'অ্যাস্ট্রাজেনিকা মেরাথন' শীর্ষক উন্মুক্ত টিকা দিবসের ঘোষণা করেছে।
২৯ মে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত অনুমোদিত কেন্দ্রগুলোতে লেবাননে বসবাসরত ৩০ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত সবাইকে করোনা টিকা নেওয়ার জন্য আহবান জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এ ঘোষণার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ দূতাবাস ৩০ থেকে ৬৫ বছর বয়সী বাংলাদেশি কর্মীদের শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে।
প্রবাসীরা অনুমোদিত কেন্দ্রে গিয়ে পাসপোর্ট/আকামা/পরিচয়পত্র দেখিয়ে করোনা টিকা নিতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস।
Comments