কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
বাড়িতে বৈদ্যুতিক তারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৪৬) ও হাকিম উদ্দিন (৫৩) নামের দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত তৈয়ব আলীর স্ত্রী আসমা বেগম (৩৮)।
আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উলিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যুৎ না থাকায় তৈয়ব আলী তার বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। তাকে সহযোগিতা করছিলেন তার স্ত্রী আসিমা বেগম ও প্রতিবেশী হাকিম উদ্দিন। কিন্তু, হঠাৎ বিদ্যুৎ চলে এলে তিন জনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত তৈয়ব আলীর স্ত্রী আসমা বেগমমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম জানান, দুপুরে তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আসার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Comments