তামিলনাড়ুতে লকডাউনের মেয়াদ বাড়ল ৭ জুন পর্যন্ত
আগামী ৭ জুন পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে লকডাউন চলবে বলে জানিয়েছে রাজ্যটির সরকার।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ৩১ মে পর্যন্ত লকডাউন চলার কথা থাকলেও শুক্রবার রাজ্যটিতে আরও এক সপ্তাহ লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৭ জুন সন্ধ্যা ৬টায় লকডাউন শেষ হবে।
শুক্রবার মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউন মেনে চলা প্রয়োজন। তাই আগামী ৭ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, ফল-সবজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হবে। সব জেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের বেচাকেনা স্বাভাবিক থাকবে।
এছাড়াও তামিলনাড়ুতে মিউকরমাইকোসিস বা কালো ছত্রাক মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানান তিনি।
লকডাউনের মধ্যে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুদি দোকানগুলো ভ্যানে করে মালামাল নিয়ে সেগুলো স্থানীয় পাড়াগুলোতে ঘুরে ঘুরে বিক্রি করতে পারবে। অনলাইনে কেনাবেচাও সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে।
তামিলনাড়ুতে এ পর্যন্ত ১৯ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজ্যটিতে করোনায় মারা গেছেন ২২ হাজার ২৮৯ জন।
Comments