আশুলিয়ায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৬
সাভারের আশুলিয়া এলাকায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত রাত ১১টার দিকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার এবং জড়িত ছয় জনকে আটক করেছে। আশুলিয়ার সিঅ্যান্ডবি বাইপাস সড়কে একটি চলন্ত বাস দেখে সন্দেহ হলে টহল পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। রাত ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পার হয়ে বাসটিকে থামানো হয়। ওই তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সে সময় বাসের চালক, তার সহকারীসহ (হেলপার) ছয় জনকে আটক করা হয়।’
‘ওই তরুণী টঙ্গীর স্টেশন রোড যাবেন বলে নবীনগর থেকে নিউ বাংলা পরিবহনের একটি বাসে উঠেছিলেন। বাসের অন্যান্য যাত্রীরা পথে নেমে যায়। এর পর আশুলিয়া ব্রিজ এলাকা থেকে চালক গাড়িটি ঘুরিয়ে সিঅ্যান্ডবি বাইপাস সড়ক ধরে আসতে শুরু করেন। চলন্ত বাসে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা দায়ের হবে। ওই তরুণী পুলিশ হেফাজতে রয়েছেন। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে’— বলেন জিয়াউল ইসলাম।
Comments