ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭৩৭৯০, মৃত্যু ৩৬১৭
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৬১৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে তিন লাখ ২২ হাজার ৫১২ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক লাখ ৭৩ হাজার ৭৯০ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২০ লাখ ৭০ হাজার ৫০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৮৪ হাজার ৬০১ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৫১ লাখ ৭৮ হাজার ১১ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪০ জনকে শনাক্ত হয়েছে। এ ছাড়াও, কর্ণাটকে ২২ হাজার ৮২৩ জন, কেরালায় ২২ হাজার ৩১৮ জন, তামিলনাড়ুতে ৩১ হাজার ৭৯ জন, উত্তর প্রদেশে দুই হাজার ২৭৩ জন, অন্ধ্রপ্রদেশে ১৪ হাজার ৪২৯ জন, দিল্লিতে এক হাজার ১৪১ জন, পশ্চিমবঙ্গে ১২ হাজার ১৯৩ জন, ছত্তিশগড়ে দুই হাজার ৮৪০ জন ও রাজস্থানে দুই হাজার ৬৪৮ জনকে শনাক্ত করা হয়েছে।
Comments