করোনা-পরবর্তী জটিলতা: চট্টগ্রাম বিএমএর সাবেক সভাপতি ডা. হারুনের মৃত্যু
করোনা-পরবর্তী জটিলতায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ডা. গোলাম মর্তুজা হারুন (৬৯) মারা গেছেন। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীসন অবস্থায় আজ শনিবার ভোররাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিএমএর বর্তমান সভাপতি ডা. মুজিবুল হক খান।
তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. হারুন। বিএনপির সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম শাখারও সভাপতি ছিলেন তিনি। একইসঙ্গে তিনি চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এ ছাড়াও, তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা ছিলেন।
ডা. মুজিবুল হক খান আরও জানান, গত ১২ মে ডা. হারুনের করোনা শনাক্ত হয়। এরপর ২২ মে তিনি সুস্থ হন। কিন্তু, এরপর তিনি করোনা-পরবর্তী নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানেই তিনি আজ ভোররাত ৩টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন।
Comments