হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
accident_15.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ  শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন--হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তবজখানি গ্রামের প্রবাসী জমির উদ্দিন (৪০) ও শাকিল আহমেদ রামিম (৩৫)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, শ্রীমঙ্গল থেকে মিরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে হবিগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গলগামী মোটরসাইকেলের নতুন বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

Comments