মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, মারা গেছে অগ্নিদগ্ধ শিশু মোরসালিন
রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু মোরসালিন মারা গেছে।
আজ রোববার ভোররাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. পার্থ বলেছেন, ‘মৃত শিশুটির শরীর ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। শিশুর বাবা মো. সোহেল (৩৫) আইসিইউতে ভর্তি আছেন। তার শরীরও ৮০ শতাংশ দগ্ধ। সোহেলের স্ত্রী আক্তার হাওয়ার (২৫) শরীর ৩০ শতাংশ দগ্ধ। তিনি ওয়ার্ডে ভর্তি আছেন।’
গতকাল শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে নবোদয় হাউজিংয়ের একটি টিনসেড বাসায় আগুনে একই পরিবারের তিন জন দগ্ধ হন।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
Comments