কয়লা বিদ্যুৎকেন্দ্র নিয়ে ফেসবুকে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনে প্রকৌশলী কারাগারে

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় এক প্রকৌশলীকে কারাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার গন্ডামারা থেকে তাকে গ্রেপ্তার করার পর শনিবার তাকে সেই মামলায় জেল-হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৫) উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডর বাসিন্দা।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত বৃহস্পতিবার শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন এস আলম গ্রুপের নির্মাণাধীন এসএস পাওয়ার লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর ফারুক আহমেদ।’

তিনি আরও বলেন, ‘মামলার হওয়ার পর পুলিশ তাকে বাঁশখালী থেকে গ্রেপ্তার করে এবং সেই মামলায় আদালতে চালান দেয়।’

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী তার ফেসবুক আইডি থেকে গন্ডামারায় নির্মাণাধীন এসএস পাওয়ার লিমিটেডের প্রতি এলাকার মানুষের ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে আইন-শৃঙ্খলার অবনতি করতে লোকজনকে প্ররোচিত করেছেন।’

গত ১৭ এপ্রিল বাঁশখালীর গন্ডামারায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাত শ্রমিক মারা যান। তাদের মধ্যে ঘটনার দিন নিহত হন পাঁচ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও দুই জন মারা যান।

নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন পরিশোধ, পবিত্র রমজানে কর্ম-ঘণ্টা কমানোসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেছিলেন বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের শ্রমিকেরা।

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

8m ago