ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দলের স্কোয়াড

সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। গত বছর করোনাভাইরাসের কারণে দুই রাউন্ড পরই বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্ট। সেবার ছিল ৫০ ওভারের ফরম্যাটের খেলা। লম্বা সময় বন্ধ থাকার পর সূচি জটিলতা এড়াতে বদলে দেওয়া হয়েছে ফরম্যাট।১২ দলের এই টুর্নামেন্ট হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন দেশের প্রথম সারির প্রায় সব ক্রিকেটার। নিষেধাজ্ঞা থাকার কারণে আগের বছর ছিলেন না সাকিব আল হাসান। মুক্ত সাকিবকে সুযোগ পেয়ে এবার দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

দেখে নেওয়া যাক কোন দলে আছেন কারা

আবাহনী লিমিটেড

নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানজিব হাসান সাকিব, মেহেদি হাসান রানা, তৌহিদুল ইসলাম রাসেল, মুনিম শাহরিয়ার, শাহিন আলম, রাকিবুল ইসলাম রাজা, একেএস স্বাধীন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব

সাকিব আল হাসান (পরে দলভুক্ত), তাসকিন আহমেদ, আসিফ হোসেন মিতুল, শাকিল হোসেন, মাহমুদুল হাসান, শামসুর রহমান শুভ, শুভাগত হোম চৌধুরি,নাদিফ চৌধুরী, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, ইয়াসিন আরাফাত মিশু, ইরফান শুক্কুর, রুয়েল আহমেদ।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, অলক কাপালি, রনি তালুকদার, অমিত মজুমদার, আরাফাত সানি জুনিয়র, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রুবেল মিয়া, নাহিদুল ইসলাম, মনির হোসেন খান, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম অপু, কাজি কামরুল, আলি মোহাম্মদ ওয়ালিদ, তারিকুল ইসলাম।

গাজী গ্রুপ ক্রিকেটার্স

মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, আরিফুল হক, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলি রাব্বি, নাসুম আহমেদ, জাকির হাসান, হাসান মাহমুদ, সনজিত সাহা দীপ, আকবর আলি, শাহাদাত হোসেন দীপু, নাহিদ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল আতিক।

ব্রাদার্স ইউনিয়ন

মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ শাহজাদা, হাবিবুর রহমান জনি, জাহিদুজ্জামান সাগর, সাখাওয়াত হোসেন সাইমন, নাঈম ইসলাম জুনিয়র, মেহেদি হাসান, মাইশুকুর রহমান, তুষার ইমরান, আলাউদ্দিন বাবু, সাকলাইন সজিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, নুরুজ্জামান, সুজন হাওলাদার, জাবিদ হোসেন, জসিম উদ্দিন, আব্দুল গাফফার রনি, রাসেল আল মামুন, আব্দুল কাইয়ুম তুহিন।

লিজেন্ডস অফ রূপগঞ্জ

নাঈম ইসলাম, জাকের আলি অনিক, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফীস, নাবিল সামাদ, আজমির আহমেদ, মুক্তার আলি, মেহদি মারুফ, সাদমান ইসলাম, পিনাক ঘোষ, আল-আমিন জুনিয়র, শামসুল ইসলাম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, সোহাগ গাজি, সানজামুল ইসলাম, রুয়েল মিয়া।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব

কাজী নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, নাসির হোসেন, তানভির হায়দার, মোহাম্মদ ইলিয়াস, ফারদিন হাসান অনি, এনামুল হক এনাম, সালাউদ্দিন শাকিল, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব হোসেন জোশি, ইমরুল কায়েস (করোনায় আক্রান্ত, শুরুতে খেলতে পারবেন না) , মোহাম্মদ আশরাফুল, সোহরাওয়ার্দি শুভ, এবাদত হোসেন চৌধুরি, সাকিল আলি, আব্দুল হালিম।

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব

আনিসুল ইসলাম ইমন, রায়হান রাফসান, মোহাইমিনুল খান সৌরভ, মোহাম্মদ রাকিব, মিনহাজুল আবেদিন সাব্বির, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ সেন্টু, হামিদুল ইসলাম শিমুল, গাজি সোহেল রানা সাগর, আসাদুজ্জামান পায়েল, রাহওয়াত আলি, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ রশিদ, রাখিন আহমেদ, আমিত হাসান, শানাজ আহমেদ।

পারটেক্স স্পোর্টিং ক্লাব

রবিউল ইসলাম, সাখির হোসেন শুভ্র, নিহাদ উজ জামান, আব্বাস মুসা আলভি, জয়নুল ইসলাম, হাসানুজ্জামান, সায়েম আলম রিজভি, মইন খান, তাসামুল হক, জুবাইর হোসেন লিখন, নাজমুল হোসেন মিলন, শাহবাজ চৌহান, ধীমান ঘোষ, ইজহারুল ইসলাম কানন, রনি হোসেন, মোসাদ্দেক ইফতেখার রাহি, শফিউল হায়াত হৃদয়।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব

ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, এনামুল হক জুনিয়র, শরিফুল্লাহ, ফজলে রাব্বি মাহমুদ, তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইমরানউজ্জামান, রাইহান উদ্দিন, আবু সায়েম চৌধুরি, আসিফ আহমেদ রাতুল, জয়রাজ শেখ ইমন, রেজাউর রহমান রাজা, তৌকির খান, তৌফিক খান, শফিকুল ইসলাম।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব

তানজিদ হাসান তামিম, সাব্বির হোসেন, তৌহিদ হৃদয়, মহিদুল ইসলাম ভুঁইয়া, মোহর শেখ অন্তর, প্রিতম কুমার, রবিউল ইসলাম, সাজ্জাদুল হক রিপন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সুমন খান, রবিউল হক, ইফতেখার সাজ্জাদ রনি, শেখ জুবায়ের হোসেন সাকিব, আশিকুর রহমান নাবিল, অভিষেক দাস।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি

মেহেদি হাসান মিরাজ, মিনহাজুর রহমান, ফরহাদ হোসেন, ইমতিয়াজ হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ হোসেন, নূর হোসেন সাদ্দাম, সালমান হোসেন ইমন, টিপু সুলতান, রনি চৌধুরি, জহুরুল ইসলাম অমি।

 

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago