এবার টি-টোয়েন্টির লড়াইয়ে সাকিব-তামিমরা

সোমবার থেকে ১২ ক্লাবকে নিয়ে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। দেশের শীর্ষ সব ক্রিকেটারকেই পাওয়া যাচ্ছে এবারের আসরে। আগের আট আসরের মতো এবারও টুর্নামেন্টির পৃষ্ঠপোষকতায় থাকছে ওয়ালটন গ্রুপ। 

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করা হয়। বিসিবি জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতর্বর্ষ উপলক্ষে এই আসরের অফিসিয়াল নাম, ‘বঙ্গবন্ধু ডিপিএল স্পন্সর্ড বাই ওয়ালটন।’

গত বছর করোনাভাইরাসের কারণে দুই রাউন্ড পরই স্থগিত হয়ে যায় প্রিমিয়ার লিগ। লম্বা বিরতির পর আবার টুর্নামেন্টটি শুরু হচ্ছে ফরম্যাট বদল করে। ওয়ানডের বদলে খেলা হবে টি-টোয়েন্টি। সূচি জটিলতার কারণের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথাও বলছেন আয়োজকরা।

আরও পড়ুন- ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দলের স্কোয়াড

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান  কাজী ইনাম আহমদ জানান এমনটাই, ‘সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। গত বছর করোনার কারণে এক রাউন্ডের পর লিগ স্থগিত হয়েছিল। এবার সেই লিগটি আবার শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবার আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করছি।’

এই কর্মকর্তা জানান, করোনাভাইরাসের কারণে জৈব সুরক্ষা বলয়ের কোন ঘাটতি রাখছেন না তারা, ‘আন্তর্জাতিক সিরিজের মতো প্রটোকল অনুসরণ করা হচ্ছে। সবগুলো দল হোটেলে থাকছে। খেলা ও অনুশীলনে আসার জন্য প্রতি দল আলাদা বাস ব্যবহার করবে। সবগুলো বাসের চালককেও পর্যন্ত আলাদা রাখার ব্যবস্থা আছে। আম্পায়ার, ম্যাচ রেফারি সংশ্লিষ্ট সকলেই সুরক্ষা বলয়ে থাকবেন।’

সোমবার থেকে সাভারের বিকেএসপির দুই মাঠ ও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি করে হবে ছয় ম্যাচ।

প্রথমদিন সকাল ৯টায় মিরপুরে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড খেলবে পারটেক্সের বিপক্ষে। একই মাঠে দুপুর দেড়টায় শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় ওল্ড ডিওএইচএসের বিপক্ষে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ। দুপুর দেড়টায় ওই মাঠে তামিম ইকবালের প্রাইম ব্যাঙ্কের প্রতিপক্ষ সৌম্য সরকারদের গাজি গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির চার নম্বর মাঠে সকালে প্রাইম দোলেশ্বর খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। দুপুরে সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago