যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত আরও ২ জনের করোনা শনাক্ত

স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বয়স ২০ বছর এবং অপরজনের বয়স ৪৫। এ দু’জনতে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি দ্য ডেইলি স্টারকে জানান, গত ১৫ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। পরে তাদের যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদ্রাসায় ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। গতকাল ওই দুই ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

তিনি আরও জানান, আজ রবিবার পাওয়া পিসিআর টেস্টের ফলাফলে তাদের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৬ এপ্রিল থেকে আজ রোববার পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত পাঁচ জন।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

1h ago