খিলগাঁওয়ে এলএসডিসহ গ্রেপ্তার ৫
রাজধানীর খিলগাঁওয়ে এলএসডিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পল্টন থানায় ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানাবে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে গত বুধবার এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছিল পুলিশ। ডিবি বলছে, দেশে এলএসডি জব্দের ঘটনা সেটাই প্রথম ছিল।
এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব (রূপল) ও আসহাব ওয়াদুদ (তুর্জ) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব আশরাফ। তাদের কাছে ২০০ ব্লট এলএসডি পাওয়া গেছে। সম্প্রতি মারা যাওয়া হাফিজুর নিজেও এই মাদকে আসক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এর পর আজ আবার এলএসডিসহ গ্রেপ্তারের ঘটনা ঘটল।
আরও পড়ুন:
ঢাবি ছাত্রের মৃত্যু তদন্তে ভয়ঙ্কর মাদক এলএসডি পাওয়ার দাবি পুলিশের, গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ২ বন্ধুকে থানায় জিজ্ঞাসাবাদ
ঢামেক মর্গে মিলল নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ
Comments