যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে ওই নারী শার্শা থানায় ধর্ষণের মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসরাফিল হোসেন (২৮) ও তুহিন (২৬) শার্শা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।
Comments