মুশফিকের ব্যাটে জিতে শুরু আবাহনীর
পারটেক্সের ইনিংস অর্ধেক পর্যন্ত এগোতেই নেমেছিল বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকে দীর্ঘ সময়। বৃষ্টির বাধার মাঝে ব্যাটিং বিপর্যয়ে পড়া পারটেক্সকে এগিয়ে নেন তাসামুল হক। তবে ডিএলএস মেথডে পাওয়া সহজ লক্ষ্য পেরোতে কোনো সমস্যাই হয়নি আবাহনীর। অধিনায়ক মুশফিকুর রহিম কার্যকরী ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সকালের তিন ম্যাচের দুটিই বৃষ্টিতে ভেসে গেছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ হতে পেরেছে আরেক ম্যাচ, যেখানে আবাহনী জিতেছে ৭ উইকেটে।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২০ রান করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন তাসামুল। ডিএলএস মেথডে আবাহনীর লক্ষ্য ছিল ১০ ওভারে ৭০ রান। মুশফিকের ২৬ বলে ৩৮ রানে ভর করে ৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা।
৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই নাজমুল হোসেন শান্তকে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৫ বলে মাত্র ২ রান করেন তিনি। ১৭ বলে ১৯ করে ফেরেন নাঈম শেখ। আফিফ হোসেন ৪ বলে ২ রান করে আউট হলে ৪৭ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল।
এরপর আর বিপর্যয় নয়। মোসাদ্দেক হোসেনকে নিয়ে বাকি পথ পাড়ি দেন মুশফিক।
বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন আগে ব্যাট করে ১৮.৪ ওভারে ৭ উইকেটে ১২৭ তুলতেই নামে প্রবল বৃষ্টি। এরপর আর খেলা হয়নি। তিন নম্বর মাঠেও একই অবস্থা। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ করেছিল ওল্ড ডিওএইচএস। মাহমুদুল হাসান জয় ৫৫ বলে করেন ৭৮ রান।
Comments