করোনা-পরবর্তী জটিলতা: চট্টগ্রামের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরিদের মৃত্যু

অধ্যাপক ডা. ফরিদ উল আলম। ছবি: সংগৃহীত

করোনা-পরবর্তী জটিলতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ফরিদ উল আলম (৬৭) মারা গেছেন। চট্টগ্রামের একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিনগত রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন অধ্যাপক ডা. ফরিদ।

ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, দুই মাস আগে শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরিদের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু, এরপর তিনি করোনা-পরবর্তী নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তিনি গতকাল দিনগত রাত ১০টা ১০ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, এ নিয়ে করোনা ও করোনা-পরবর্তী জটিলতায় চট্টগ্রামে ২৪ জন চিকিৎসক মারা গেছেন।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago