স্পিন বোলিং ও ব্যাটিং কোচের ব্যাপারে সিদ্ধান্ত শিগগিরই
ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ স্পিন বোলিং কোচের জায়গাটা ফাঁকা। এই পদে নতুন একজনকে নিয়োগ দিতে সংক্ষিপ্ত তালিকা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং কোচ জন লুইসের বিকল্প হিসেবেও সাবেক এক কোচকে আনার ব্যাপারে আলোচনা এগিয়ে নিয়েছে বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ১০০ দিনের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন ভেট্টোরি। কিন্তু গত বছর করোনাভাইরাসের কারণে বিশ্বকাপই হয়নি। সর্বশেষ নিউজিল্যান্ড সফর পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন ভেট্টরি। তবে নিউজিল্যান্ডের বাইরে থাকে পাওয়া না যাওয়ায় চুক্তি এগুনোর বাস্তবতা তৈরি হয়নি।
এই পদে একজন স্থায়ী কোচ নিয়োগ দিতে তাই তোড়জোড় চালাচ্ছে বিসিবি। সোমবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানালেন আপাতত তিনজন আছেন তাদের তালিকায়, ‘স্পিন কোচ এশিয়া থেকে আসবে তিন জন তার মধ্যে শ্রীলঙ্কান একজন, একজন ভারতের, আরেকজন পাকিস্তানের। আমরা চেষ্টা করছি কথা বলতে এবং হয়তোবা আমরা কয়েকদিনে মধ্যে তারা আসবে।’
এই তিনজনের মধ্যে শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের নামই বেশি শোনা যাচ্ছে। আকরাম জানান, নিয়োগ চূড়ান্ত করার আগে বর্তমান কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ নেবেন তারা, ‘আমরা দুই তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শটা নিব, কোচিং স্টাফ আছে, হেড কোচ আছে তাদের সঙ্গে আলোচনা করব, আমরাও চিন্তা ভাবনা করব।’
ব্যাটিং কোচের পদেও আসতে পারে বদল। এমনিতে সিরিজ ভিত্তিক চুক্তিতে কাজ করছিলেন ইংলিশ কোচ জন লুইস। কিন্তু তার কাজের ব্যাপারে খুশি নয় বোর্ড। এই কোচের সঙ্গেও চুক্তি না বাড়ানোর সম্ভাবনা বেশি।
আকরাম জানান, এই পদের জন্যও বাংলাদেশে কাজ করা সাবেক এক কোচের সঙ্গে আলোচনা চলছে তাদের, ‘আমাদের ব্যাটিং কোচ এখনো জন লুইস আছে ওর ব্যাপারটা অনেকে (বোর্ড পরিচালকদের) আগ্রহ দেখাচ্ছে আবার অনেকে আগ্রহ দেখাচ্ছে না। প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নেব যে ওকে আমরা রাখব কি রাখব না। যদি ওকে না রাখি আমাদের দুই তিন জন শর্ট লিস্টেড আছে। এরমধ্যে এক জন আছেন যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এটা মনে হয় আরও তিন চার দিন সময় লাগবে এর মধ্যেই আমরা চূড়ান্ত করে ফেলবো।’
জানা গেছে, ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সাবেক প্রধান কোচ জিমি সিডন্স আছেন বিসিবির সংক্ষিপ্ত তালিকায়।
Comments