সিসিটিভির ফুটেজ দেখে হারানো ২ লাখ ৯৪ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর সিসিটিভির ভিডিও ফুটেজের সূত্র ধরে এক ব্যাংক কর্মকর্তার খোয়া যাওয়া ২ লাখ ৯৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অটোরিকশা চালক মো. আনোয়ার হোসেন (৩২) কে।
আজ সোমবার সকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ রাজপাড়া থানার ডিংগাডোবা মোড় থেকে অটোরিকশা চালককে টাকাসহ গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গতকাল সকাল সোয়া সাত টার দিকে ব্যাংক কর্মকর্তা মোক্তাদির আহমেদ রাজপাড়া থানার বহরমপুর মোড় থেকে ভদ্রা যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। তার সঙ্গে থাকা ব্যাগে নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা, মোবাইল ফোন, অফিসের আইডি কার্ড ও চাবি ছিল। মোক্তাদির সকাল সাড়ে ৭টায় ভদ্রা মোড়ে পৌঁছান। এরপর তিনি ভদ্রা বাস কাউন্টারে যাওয়ার সাথে সাথেই টাকার ব্যাগসহ অটোরিকশা চালক উধাও হয়ে যায়। পরে ব্যাংক কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন।
পরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট টাকা উদ্ধার ও অভিযুক্তকে আটকের অভিযানে নামে।
সাইবার ক্রাইম ইউনিট ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে অটোরিকশা চালককে শনাক্ত করে।
পরে অটোরিকশা চালককে আটকের পর তার মহিষবাথান উত্তরপাড়ার বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়।
Comments